দৌলতপুরে প্রয়াত সাংবাদিক ফারুক আহমেদ পিনু’র আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া

0
102

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সদস্য প্রয়াত সাংবাদিক ও এনটিভি’র কুষ্টিয়া প্রতিনিধি ফারুক আহমেদ পিনু’র আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জু’মা উপজেলা পরিষদ জামে মসজিদে এ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিশেষ দোয়া অনুষ্ঠানে সাংবাদিক শরীফুল ইসলাম ছাড়াও স্থানীয় সাংবাদিকবৃন্দ ও জু’মার নামাজে অংশ মুসল্লিগন উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম মাও. আব্দুল জলিল সাংবাদিক ফারুক আহমেদ পিনু’র আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচলনা করেন। উল্লেখ্য, মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে ৮ টায় কোলকাতার একটি বেসরকারী হাসপাতাল রবীন্দ্র ঠাকুর ইন্টারন্যাশন্যাল ইন্সটিটিউট অব কার্ডিয়াক হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক ফারুক আহমেদ পিনু ইন্তেকাল করেন। বৃহস্পতিবার তাঁর মরদেহ কোলকাতা থেকে কুষ্টিয়ায় নেওয়া হলে দু’দফা জানাযা শেষে ভেড়ামারা গোলাপনগরে তাকে সমাহিত করা হয়। সাংবাদিক ফারুক আহমেদ পিনু’র অকাল মৃত্যুতে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিক গভীরভাবে শোকাহত।

LEAVE A REPLY