কবিতা : বন্যার ত্রান —– রচনা : Nill SmS

0
218
কবিতা : বন্যার ত্রান
রচনা :  Nill SmS

শুন্তে কি পেয়েছিস তোরা,
ওদের অার্তনাদ।
ওরে তোরা কে অাছিস কোথায়,
জলদি সবায় মিলে যায়।

চল যায় হাতে নিয়ে ত্রান,,,,,,,,

ভালোবাসার হাত বাড়িয়ে,
ওদের পাশে গিয়ে দাড়ায়।
ওরা যে অামাদেরি বোন, ভায়।
এই বিপদের দিনে কি ঘরে থাকা য়ায়।

চল যায় হাতে নিয়ে ত্রান,,,,,,,,,,,

ঘুমিয়ে থাকিস না অার তোরা,
ঘুম ভেঙে দেখ ভাসিছে ওরা।
হারিয়েছে ঘর, হারিয়েছে সব,
কেড়ে নিয়েছে সব জলদানব।

চল যায় হাতে নিয়ে ত্রান,,,,,,,,,,,

কত মা, কত ভায় হারিয়েছে ঘর,
হারিয়েছে তারা বুকের ধন।
শোকের মিছিলে চোখের জলে,
পেটে নেই তাদের অন্ন।

চল যায় হাতে নিয়ে ত্রান,,,,,,,,,,,

ওরে তোরা কে অাছিস কোথায়,
ঘর হতে সব বাহিরে অায়।
জল দানবের অাঘাতে ওরা ভেসে যায়।
জলদি করে চল ওদের পাশে গিয়ে দাড়ায়।

চল যায় হাতে নিয়ে ত্রান,,,,,,,,,,,,,,,

( বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ সকল শ্রেণীর মানুষদের প্রতি দিষ্টি অার্কষণ করছি, তারা যেন বন্যা কবলিত মানুষদের সাহায্যে এগিয়ে অাসে, অামি সকলের দোয়া ও সাহায্য কামনা করছি, কেন না ওরা যে অামাদেরির কারোর ভায়, বোন)

 

LEAVE A REPLY