দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ বুধবার দুপুর ১২টায় দৌলতপুর গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উদ্যোগে ৯৩ জন গ্রাম ডাক্তারদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে দৌলতপুর গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সেক্রেটারী মোঃ সাইফুল ইসলাম (শাহীন) এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে গ্রাম ডাক্তারদের মধ্যে সনদপত্র বিতরণ ও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত টিএইচএ ডা: সাজ্জাদ হোসেন, এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দৌলতপুর থানা সভাপতি মো: সুমন আলী সহসভাপতি ডা: হেলাল উদ্দীন। মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকার ৯৩জন গ্রাম ডাক্তারকে এ সনদপত্র প্রদান করা হয়।