দৌলতপুর সীমান্তে বিজিবি চোরাকারবারী গুলিবিনিময়

0
231

রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি ও চোরাকারবারীর মধ্যে অন্তত ২৫ রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার জামালপুর খড়ের মাঠে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে বিজিবি জানিয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
রবিবার দুপুর থেকে পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বিশেষ টীম চোরাকারবারীদের ধরতে ঘটনাস্থলে অভিযান শুরু করেছে। গ্রেফতার আতংকে গ্রাম প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শহীদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চোরাকারবারীদের গুলির জবাবে বিজিবি সদস্যরা ১৯ রাউন্ড গুলিবর্ষণ করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ -বিজিবির একটি যৌথ টীম সেখানে অভিযান চলাচ্ছে। তবে সাধারন গ্রামবাসীর আতংকিত হওয়ার কোন কারণ নেই।

LEAVE A REPLY