এসএম রজিবুল হক,বিশেষ প্রতিনিধি : ঘটনার বিবরনে জানাযায় খোকসা থানার জানিপুর ইউনিয়নের একতারপুর গ্রামের স্কুল শিক্ষক সুকুমার চক্রর্বতীর পান বরোজে শ্রমিকরা কাজ করার সময় কোদালের কোপে মটির নিচে গুলি দেখতে পেয়ে। খোকসা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মাটি খুরে ২৪০ রাউন্ত গুলি, আরজেএস গ্রেনেড ৩টা,ও দুইটা ককটেল উদ্ধার করে।এব্যাপারে খোকসা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা বলেন, শিষ্য সস্ত্রাসীরা ক্রসফায়ারে নিহত দের কেউ হতো রেখে যেতে পারে। খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলীনা আকতার বানু ঘটনা স্থল পরিদর্শন করেন