হাফিজুল ইসলামঃ কুষ্টিয়া জেলা প্রশাসকের নির্দেশনায় সরকারি খাস পুকুর উদ্ধার করেছে মিরপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সুবর্না রাণী সাহা। বুধবার দুপুরে উপজেলার খাদিমপুর মৌজার উদ্ধারকৃত পুকুরে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। এবং সেই পুকুরে মৎস্য অবমুক্ত করেন জেলা প্রশাসক মো. জহির রায়হান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মো: মুস্তাফা কামাল, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, মিরপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সুবর্না রাণী সাহা ও আরডিসি জনাব মনিরা পারভীনসহ ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।