ভেড়ামারা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা থানার পৌরসভার ৭নং ওয়ার্ডে’র মধ্যবাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সি আর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ মাসুদ পারভেজ মানিককে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ। সে মধ্যবাজার এলাকার মৃত আলী হোসেনের ছোট ছেলে। ১০শে মে, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এ.এস.আবু তালেব ও এ.এস.আই কামরুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে বাড়ীর সামনে থেকে গ্রেফতার করে।
মোঃ মাসুদ পারভেজ মানিকের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৩/১৭ সি আর মামলার দায়ের করা ওয়ারেন্ট রয়েছে। মানিক বেশ কয়েকদিন ধরে আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি ভেড়ামারা থানা-পুলিশ সাংবাদিকদের নিশ্চিত করেছে।
















