পাঁচবিবিতে ওসি’র উদ্যোগে এক সময়ের ইয়াবা বিক্রেতা শিশু কিশোরদের কর্মমুখী শিক্ষা প্রদান

0
421

সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাটের) সংবাদদাতাঃ পাঁচবিবি থানার ওসির উদ্যোগে এক সময়ের ইয়াবা বিক্রেতা ৬ শিশু কিশোরকে কর্মমুখী শিক্ষা দিয়ে আত্মকর্ম সংস্থানের সুযোগ সৃষ্টির চেষ্টা চলছে। ইয়াবা বিক্রির অপরাধে ২ মাস পূর্বে পাঁচবিবি থানা পুলিশ তাদের গ্রেফতার করে। মাদক ব্যবসায়ীদের খপ্পরে পড়ে তারা ইয়াবা বিক্রির পাশাপাশি সেবনও করছিল। গ্রেফতারের পর ওসি মো:আশরাফুল ইসলাম পিপিএম’র স্নেহ মমতায় ভাল হওয়ার প্রবল ইচ্ছা পোষণ করে ওই শিশু কিশোররা। এরই প্রেক্ষিতে তাদের থাকা খাওয়াসহ যাবতীয় দায়িত্ব নেন ওসি। ৬ শিশু কিশোরের মধ্যে সজিব(১৪),সনি(১৩),শান্ত রায়(১৪) ও জনি রায়(১৪) কে স্থানীয় আইডিএ প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করা হয়।সাদ্দাম(১৪) কে স্বর্ণ কারের কাজে ও রাফি(১২) কে ক্বওমী মাদ্রাসায় ভর্তি করা হয়েছে। সরেজমিন প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে শিশু কিশোরদের সাথে কথা বলে জানা গেছে, সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্তু দক্ষ ইলেক্ট্রিশিয়ানদের সহকারী হিসাবে বিভিন্ন এলাকায় কাজ করে। দুপুর ২টা থেকে বিকাল ৫ টা পর্যন্তু প্রশিক্ষণ কেন্দ্রে থিওরি ক্লাস করে।বিকালে নাস্তা শেষে থানা কম্পাউন্ডে মুরগী,কবুতর,কোয়েল পাখী ও খরগোশের পরিচর্যা করা হয়। সজিব জানায়,ওসি স্যার আমাদের ৪ টি খাসি কিনে দিয়েছেন সেগুলোকেও ঘাস খাওয়াই। কোরবানী ঈদে খাসি গুলি বিক্রি করে লাভের টাকা দিয়ে আমরা ঈদের কেনাকাটা করব।স্যার আমাদের খুব ভাল বাসে। তবে সবচেয়ে বেশি ভাল বাসে রাফিকে। কারন ওর কেউ নেই। ওর মা ঢাকায় থাকে বছরে একবার আসে। আইডিএ প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক দুলাল বলেন,স্থানীয় ভাবে ইলেক্ট্রিক কাজের জন্য লোক বলের সংকট রয়েছে। এদের কাজের অভাব হবেনা। কর্মে প্রবেশ করলে নেশা ও অপরাধ থেকে সরে আসতে পারবে। তারা ভালভাবে বাঁচতে চায়। পাঁচবিবি থানার ওসি মো:আশরাফুল ইসলাম পিপিএম বলেন,শিশু কিশোর সংশোধনাগারে পাঠালে ফিরে এসে পুনরায় মাদক বিক্রির কাজে জড়িয়ে পড়ে। তাই তাদের থানা হেফাজতে রেখে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগিয়ে ভাল করার চেষ্টা চলছে।

LEAVE A REPLY