এস এম সরোয়ার পারভেজ।। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ মে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভ’মি মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন,মৎস অফিসার আবু সামা, আনছার ভিডিপি অশিক্ষক হামিদা পারভীন, মহিষকুন্ডি বাজারের সভাপতি কিয়ামত আলি, আল্লার দর্গা বাজারের সভাপতি মোঃ জিললুর রহমান, তারাগুনিয়া বাজারের সভাপতি মশু , খলিশাকুন্ডি বাজারের সভাপতি রায়হান উদ্দীন, প্রাগপুর বাজারের সভাপতি নজরুল ইসলাম, মথুরাপুর বাজারের সভাপতি সাক্কির আহাম্মেদ প্রমূখ। অনুষ্ঠানে রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে যানজট মুক্ত সমস্থ বাজার পরিস্কার পরিচ্ছন্ন থাকবে, কোন প্রকার খোলা, পচা খাবার বিক্রয় বা পরিবেষন করা যাবেনা, উজনে কম বা বেশী দামে পণ্য বিক্রয় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ কারা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
















