দৌলতপুরে ফেন্সিডিল সহ আটক ২

0
633

রনি অাহমেদঃকুষ্টিয়ার দৌলতপুরে ৪০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যাবসায়ী কে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।আটকৃতরা হলেন,উপজেলার প্রাগপুর ইউ,পির প্রাগপুর সাপটা পাড়া গ্রামের এয়াকুব মন্ডলের ছেলে, নয়ন আহামেদ কালু (২৫),ও মৃত মফের আলীর ছেলে, মহিবুল ইসলাম মিলন(৪২)।পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্ততে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শাহ্ দারা খাঁন পিপিএম এর নির্দেশে এস আই খশরু অামল সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে প্রাগপুর সাপটা পাড়া আনারের দুকানের সামনে থেকে বুধবার ভোর রাতে  তাদেরকে আটক করে।
এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ শাহ্ দারা খাঁন পিপিএম জানান ৪০ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যাবসায়ী কে আটক করা হয়েছে, তারা দির্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে বলে জানাগেছে।এবং তাদের নামে দৌলতপুর থানাতে একটি মাদকের মামলা হয়েছে,মামলা নং ৭।

LEAVE A REPLY