কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ও ছাত্রলীগের ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দিতে সাদ আহমেদ এর বিশেষ কর্মশালা

0
214

আব্দুল্লাহ বিন জোহানী (তুহিন): কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ও ছাত্রলীগের ইতিহাস জানাতে জেলা ছাত্রলীগের বিশেষ  কর্মশালা শুরু। গত ১০ আগষ্ট থেকে “বঙ্গবন্ধুকে জানতে হবে ও ছাত্রলীগের ইতিহাস জানতে হবে” এই শিরোনামে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ আহমেদ এর উদ্দ্যগে ব্যতিক্রমী কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৭ টার সময় শুরু হওয়া এই কর্মশালায় জেলা ছাত্রলীগের সকল নেতা কর্মী সহ মুক্তিযোদ্ধার চেতনা ধারনকারীরা অংশগ্রহন করছেন। সাদ আহমেদ নিজে এই কর্মশালাতে শিক্ষকের ভূমিকা পালন করছেন। সকলের মাঝে বঙ্গবন্ধু ও ছাত্রলীগের সঠিক  ইতিহাস তুলে ধরতেই কুষ্টিয়া জেলা ছাত্রলীগের এই কর্মশালার আয়োজন। এই বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ আহমেদ বলেন আমার প্রান প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার লক্ষ্য ও উদ্দেশ্য। জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক দিকনির্দেশনার আলোকে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে সুশৃঙ্খল কর্মী বাহিনীর আদর্শ ভিত্তিক একটি সংগঠন গড়ে তোলা ও আদর্শিক পরিচর্যা অব্যাহত রাখা । দীর্ঘ সময়ের শিক্ষার সংগ্রামকে এগিয়ে নিয়ে একটি সহজলভ্য বৈজ্ঞানিক, গণমুখী, বৃত্তিমূলক, কারিগরি, মাতৃভাষা ভিত্তিক সর্বজনীন শিক্ষানীতি প্রতিষ্ঠা ও বাস্তবায়নের সংগ্রামকে ত্বরান্বিত করে আর্থ সামাজিক উন্নয়নকে এগিয়ে নেয়া। এরি ধারাবাহিকতা বজায় রাখতে আদরের ছোট ভাইদের সাথে আমার এই পাঁঠচক্রের আয়োজন। সাদ আহমেদের এই শুভ উদ্দ্যগকে স্বাগত জানিয়েছেন আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সুধীজনরা।received_1381782825268153

LEAVE A REPLY