দৌলতপুরে ইটভাটা মালিকদের নিয়ে মতবিনিময়

0
691

দৌলতপুর প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুরে ইটভাটা মালিকদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান মতবিনিময় সভা করেছেন। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান ইটভাটা মালিকদের উদ্দেশ্যে বলেন, যে সকল ইটভাটায় ১০ চাকার ট্রাক বা অন্যান্য ট্রাক চলাচল করে সেসকল সড়ক বা রাস্তা ভেঙ্গে জরাজীর্ন হয়ে পড়েছে। এসব রাস্তা বা সড়ক ভাটা মালিকদের নিজ উদ্যোগে সংস্কার করার কথা বলেন তিনি। এছাড়াও ভাটা মালিকদের ইটভাটার লাইসেন্স সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার আলোচনা করেন। এর আগে বিকেল ৪টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে কোচিং বিষয় নিয়ে সংশ্লিষ্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় কোচিং বানিজ্য বা কোচিং বন্ধে করনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান। সভায় দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হক, মথুরাপুর পিপলস্ কলেজের অধ্যক্ষ মো. সেলিম আহমেদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY