দৌলতপুরে ফেন্সিডিলসহ অাটক ১

0
525

রনি অাহমেদঃ কুষ্টিয়ার দৌলতপুরে ৪০ বোতল ফেন্সিডিলসহ মনজুরুল (২২) নামে এক মাদক ব্যাবসায়ী কে অাটক করেছে পুলিশ।অাটকৃত মনজুরুল পাবনা সদর উপজেলার নিতগাছা গ্রামের হাসমত অালীর ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনাবাদ পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এ এস আই অাশরাফুজ্জামান সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ চার রাস্তার মোড় এলাকা থেকে ৪০ বোতল ফেন্সিডিলসহ তাকে অাটক করে।এব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ দারা খাঁন পিপিএম সাংবাদিকদের জানান ৪০ বোতল ফেন্সিডিলসহ মনজুরুল নামে এক মাদক ব্যাবসায়ী কে অাটক করা হয়েছে।তার দৌলতপুর থানায় মাদকের একটি মামলা করা হয়েছে।

LEAVE A REPLY