কুষ্টিয়া প্রতিনিধি : সারাদেশের ন্যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলাতে জেএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল মিরপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল মিরপুর পৌরসভার মধ্যে অবস্থিত মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা বিদ্যালয় ও সুলতানপুর সিনিয়র সিদ্দিকীয়া মাদ্রাসার কেন্দ্রগুলোতে পরিদর্শন করেন।
অনুষ্ঠিত পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। মিরপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল পরিদর্শনকালে বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে পরিক্ষার অনেক সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। নকলের যুগ অনেক আগে শেষ হয়ে গেছে। ছাত্র-ছাত্রীরা এখন নকল বা কারো আশায় পরীক্ষার কেন্দ্রে আসে না, সবাই পড়াশুনা করে পরীক্ষা দিতে আসে।
পরিদর্শনকালে স্বস্ব কেন্দ্রের কেন্দ্র সচিব ও হল সুপার উপস্থিত ছিলেন।
















