এস এম জামাল: সাশ্রয়ি মূল্যে খেতে চাইলে আপনি চলে যেতে পারেন ক্যাফে মৌবন এ।
কুষ্টিয়ার এনএস রোডের লাভলী টাওয়ারের সামনে এটি।
এখানে আপনি অনেক কম বাজেটেই অনেক ধরনের খাবার ই খেতে পারবেন। যেমন ক্ষীর সিঙ্গাড়া, নুডুলস, বাদাম দুধ, দই মিষ্টি ফিরনী, চা কফিসহ বিরানী, মোরগ পোলাও, ইত্যাদি।
সুস্বাদু কোল্ড কফির জন্য কুষ্টিয়ার মানুষদের কাছে বর্তমানে খুব পরিচিত একটি নাম ক্যাফে মৌবন।
কিন্তু, কোল্ড কফি বা হট কফিতেই এখন আর সীমাবদ্ধ রইলো না ক্যাফে মৌবন।
ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়ার এনএস রোডের লাভলী টাওয়ারের সামনে পথ চলা শুরু করলো “ ক্যাফে মৌবন”।
যেখানে এখন থেকে কোল্ড কফির পাশাপাশি পাওয়া যাবে সাব চিকেন ফ্রাই, স্যান্ডউইচ, চিকেন ও সবজি রোল, ডালপুরী, শাহী আলুচপ, কিমা পরোটা, ফালুদা, লাচ্ছি, বোরহানী, দই ফুচকা, চিকেন ব্রেড বল ও ফ্রাইড ফুডের মতো বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার।
এছাড়াও মৌবনের কাচ্চি বিরানী ও মোরগ পোলাও তো রয়েছে।
ক্যাফে মৌবনের সিইও হাবিবুল আলম জানান, কুষ্টিয়ার মানুষ খুবই ভোজন রসিক। আর তাদের চাহিদার কথা মাথায় রেখেই আমাদের এই আয়োজন। স্বল্প মূল্যে ভাল মানের খাবার পরিবেশন করাই আমাদের মূল লক্ষ্য। এখন আর এসব খাবারের জন্য এদিক সেদিক যেতে হবে না।
কম মূল্যের সেট মেনু খেতে চাইলে আপনি যেতে পারেন ক্যাফে মৌবনে।
১৫০ টাকায় পেতে পারেন প্যাকেজ কাচ্চি বিরানী।
প্যাকেজে বিরিয়ানী, খাসির মাংস,ডিম,জালি কাবাব, বোরহানী ও সালাদ এবং মোরগ পোলাওতে পাওয়া যাবে পোলাও, মুরগীর রোষ্ট, বোরহানী, ডিম, জালি কাবাব ও সালাম। এছাড়াও একশো টাকায় ফ্রাইড ফুডের প্যাকেজে রয়েছে ফ্রাইড রাইচ, চিকেন ও ভেজিটেবল।
তাই বাজেট কম থাকলে দুপুর বা রাতের খাবার বাইরে খেতে চাইলে এখানে চলে যেতে পারেন অনায়াসে।
তাই এখন পকেটের চিন্তা না করেও আপনি বাইরের সব খাবার ই খেতে পারবেন সহজেই।
সম্প্রতি ক্যাফে মৌবনের উদ্বোধন করা হয়।
প্রচুর লোকের সমাগম ঘটে ক্যাফেটিতে।
















