কুষ্টিয়ার কুমারখালীতে হেরোইনসহ ব্যবসায়ী আটক

0
47

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়া কুমারখালী উপজেলার শেরকান্দি গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর সহকারী পরিচালক মিজানুর রহমানের নির্দেশে আজ (বুধবার) সকালে পরিদর্শক তারেক মাহমুদ অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ ব্যবসায়ী শাহিনুল (৩৫)কে আটক করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর পরিদর্শক তারেক মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে কুমারখালী শেরকান্দি গ্রামের শাহিনুল এর বাড়িতে হেরোইন বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিত্তিতে শাহিনুল এর বাড়িতে অভিযান চালিয়ে এই হেরোইন উদ্ধার করা হয়।
মাদক ব্যবসায়ী শাহিনুল কুমারখালী উপজেলার শেরকান্দি গ্রামের মৃত আবুবকর এর ছেলে। মাদক ব্যবসায়ী শাহিনুল এর বিরুদ্ধে কুমারখালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY