মিজানুর রহমান নয়ন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ ১৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কাল বৈশাখী ঝড়ে ভেঙে চুরে লন্ড ভন্ড হয়ে গেল নন এমপিও ভুক্ত কুষ্টিয়া কুমারখালীর পান্টি ইউনিয়নের বি.কে.এম.এন মাধ্যমিক বিদ্যালয়।
শুক্রবার সরেজমিন গিয়ে দেখা যায়, ঝড়ে বিদ্যালয়টির ৩টি গৃহ,চেয়ার টেবিল,বেঞ্চ,বইপত্র,কাগজ পত্র সহ অসংখ্য আসবাব পত্র সম্পূর্ণ লণ্ডভণ্ড করে দিয়েছে। এতে শ্রেণি পাঠদান সহ সমস্ত কার্যক্রম ব্যহত হবে বলে জানা যায় ।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃমিজানুর রহমান বলেন,বৃহস্পতিবার সন্ধাঁয় কাল বৈশাখী ঝড়ে বিদ্যালয়ের টিনসেট তিনটি ঘর সহ সমস্ত আসবাব পত্র ভেঙে চুরে মাটিতে গুড়িয়ে দিয়েছে।তিনি আরও বলেন বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ দের নিয়ে চরম দুর্ভোগে ও হতাশায় ভুগছেন।
বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকেরা স্থানীয় সংসদ সদস্য ও যথাযথ কর্তৃপক্ষ কে দৃষ্টি আকর্ষন করেছেন যতদ্রুত সম্ভব বিদ্যালয়ের সমস্যা নিরোসন করে স্বাভাবিক কার্যক্রম অব্যহত থাকুক।
















