খন্দকার জালাল উদ্দীন, দৌলতপুর (কুষ্টিয়া) থেকে: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বিশ্বাস ক্লিনিকে “মায়ের দুধের উপকারীতা ,গুঁড়ো দুধের অপকারীতা ও শিশু বান্ধব হাসপাতালের নিয়ম নীতি এবং মা, নব-জাতক ও শিশু সেবায় নিয়োজিত স্বাস্থ্য কেন্দ্র” বিষয়ে ৪ দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত শনি,রবি,সোম ও মঙ্গলবার ৪ দিন ব্যাপী অনুষ্ঠিত কর্মশালার ১৫ মে ছিল সমাপণী দিবস। ক্লিনিকের ষ্টাপ নার্স ৫ জন, ফার্মাসিষ্ট ১ জন, ধাত্রী ১ জন ও এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যাক্তিরা এ কর্মশালায় অংশ গ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার ফ্যামেলী প্লানিং অফিসার ডাক্তার ফেরদৌসী সুলতানা,দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সফর আলি, ডাক্তার তহুর আহাম্মেদ কামালী, ডাক্তার সাজ্জাদ হোসেন প্রমূখ। অনুষ্ঠানে “মায়ের দুধ খাওয়ান, শিশুর জীবন বাঁচান” শ্লোগানকে সামনে রেখে ব্যাপক আলোচনা করা হয়, অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বিশ্বাস ক্লিনিকের শর্তাধীকারী ডাক্তার আব্দুল লতিফ(আর.এম.পি)।
দৌলতপুরে বিশ্বাস ক্লিনিকে ৪ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
মায়ের দুধের উপকারীতা ও শিশু বান্ধব হাসপাতালের নিয়ম নীতি বিষয়ে ৪ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
















