কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়া কুমারখালী উপজেলার ৮ নং যদুবয়রা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য মোঃ আইয়ুব আলী,তার স্ত্রী ও তিন কন্যা ইতি,বিথি ও মিতা সহ স্বপরিবারে অসুস্থ।খবর শুনে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তার ডাঃ মোঃ আকুল উদ্দিন সহ ঔষুধ সামগ্রী নিয়ে শুক্রবার রাতে ছুটে আসলেন কুষ্টিয়া -০৪ (কুমারখালী ও খোকসা)আসনের সংসদ সদস্য,বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী,জনদরদী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
এসময় তিনি ইউপি সদস্য আইয়ুব আলী সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের খোজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনা করেন।
জানা যায়,প্রায় এক মাস আগে ইউপি সদস্য আইয়ুব আলীর বড় কন্যা ইতি ফুড পয়জেনিং জনিত কারনে গুরতর অসুস্থ হলে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে কন্যাকে দেখতে গিয়ে ইউপি সদস্যের স্ত্রী স্ট্রোক করে।এরপর প্রায় দুই সপ্তাহ পরে ইউপি সদস্য আইয়ুব আলী নিজেই ফুড পয়নেজিং জনিত কারনে গুরুতর অসুস্থ হয়।একে একে তার মেঝো কন্যা বিথী ও ছোট কন্যা মিতা একই রোগে আক্রান্ত হয়।
প্রায় দেড়মাস যাবৎ তার পরিবার যেন এক ছোট খাটো হাসপাতালে পরিনিত হয়ে আছে বলে জানা ইউপি সদস্য।
বাড়ির টিউবওয়েল থেকে এই ফুড পয়জেনিং জনিত রোগ ডাইরিয়া হতে পারে বলে জানান কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন।
















