কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0
92

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে এক হাজার পিচ ইয়াবাসহ আনোয়ান হোসেন নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে কুষ্টিয়া গয়েন্দা পুলিশ। শনিবার সকালে উপজেলার আল্লারদর্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আনোয়ার (২৫) চট্রগ্রামের রায়পুর এলাকার নুরুনব্বী মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংনাদের ভিত্তিতে আল্লারদর্গা এলাকায় ইন্সপেক্টর জাহিদ ইকবাল, এস আই নওশাদ ও এ এস আই রশিদ সংগীয় ফোর্সসহ অভিযান চালায় কুষ্টিয়া গয়েন্দা পুলিশের একটি দল । পরে ঘটনাস্থলে পৌছে আনোয়ার কে চেলেঞ্জ করে এবং তার শরীরে বিশেষ কায়দায় রাখা ১ হাজার পিচ ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করা হয়। আটক আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ।

 

LEAVE A REPLY