গ্রাফোসম্যান পাবলিকেশনের বই পেল খোকসার জসিমের কমিউনিটি লাইব্রেরী

0
78
নিজস্ব প্রতিনিধি: গ্রাফোসম্যান পাবলিকেশনের প্রকাশক ও
কুষ্টিয়া জেলা কল্যাণ সমিতি ঢাকা’র সাবেক মহাসচিব, জনাব আব্দুর রউফ  ১০০ কপি বই উপহার দিলেন; কুষ্টিয়া খোকসার জসিম উদ্দীনের নিজ হাতে গড়া কমিউনিটি লাইব্রেরীকে।
২৭ জুলাই শুক্রবার  বেলা ১২ টার সময় কমিউনিটি লাইব্রেরীতে গিয়ে বই গুলো লাইব্রেরীর কর্ণধার জনাব জসিম উদ্দীনের হাতে তুলে দেন জনাব সিরাজুল ইসলাম; সভাপতি, খোকসা উপজেলা কল্যাণ সমিতি ঢাকা ও ডিজিএম, বাংলাদেশ ব্যাংক এবং জনাব মোঃ ফারুক আহমেদ দপ্তর সচিব, খোকসা উপজেলা কল্যাণ সমিতি ঢাকা।
নিজে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ে আর পড়তে পারেননি আর্থিক দৈন্যতায় জসিম উদ্দীন। কাঠমিস্ত্রীর কাজ করে সংসার চালিয়েও এলাকার মানুষের জ্ঞানচর্চা করার জন্য লাইব্রেরী গড়ায়, গত ২৭ এপ্রিল ২০১৮ তারিখে শুক্রবার বিকাল ৪টায় খোকসা উপজেলা কল্যাণ সমিতি ঢাকা’র অভিষেক অনুষ্ঠানে লাইব্রেরীর কর্ণধার জনাব জসিম উদ্দীনকে পুরুস্কৃত করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে জনাব আব্দুর রউফ ঘোষণা দিয়েছিলেন যে, জনাব জসিম উদ্দীনের কমিউনিটি লাইব্রেরীতে ১০০ বই উপহার দিবেন তিনি। ২৭ জুলাই খোকসা উপজেলা কল্যাণ সমিতির মাধ্যমে বইগুলো পৌঁছে দিলেন জসিম উদ্দীনের হাতে।
জনাব আব্দুর রউফ বলেন, আসলে আমি কি বলবো; জসিম উদ্দীনের মতো সামান্য একজন লিখা-পড়া কম জানা কাঠমিস্ত্রী হয়েও যে প্রকৃত জ্ঞানীর পরিচয়  তিনি দিয়েছেন; তাতে  আমি অভিভুত হয়ে পড়ি। যে কাজটি করার কথা ছিল সমাজের বিত্তশালী ও উচ্চশিক্ষিতদের। অথচ, জসিম উদ্দীন একজন নিঃস্ব হয়েও তা করে দেখিয়ে দিলেন। আমার বিশ্বাস, জসিম উদ্দীন একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতিকে তাঁর কাছ থেকে শিক্ষা নেয়া দরকার ও তাঁর পাশে এসে সাহায্যের হাত বারিয়ে দেয়ার দরকার। আমি জসিম উদ্দীনের কমিউনিটি লাইব্রেরীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।
খোকসা উপজেলা কল্যাণ সমিতি ঢাকা’র সভাপতি, জনাব সিরাজুল ইসলাম বলেন; জসিম উদ্দীনকে পুরুস্কৃত করতে পেরে আমাদের সমিতিও গর্ববোধ করছে। কেননা, সমাজে জসিমের মতো এমন মানুষ বিরল! তিনি সমাজের এক অনন্য দৃষ্টাত। আমরা আশা করি,বাংলার প্রতিটা গ্রামে জসিম উদ্দীনের মতো একজন আলোকিত মানুষের জন্ম হবে এবং  একটি করে লাইব্রেরী গড়ে তুলবে, সমাজ ও রাষ্ট্র তাঁদের পাশে দাঁড়াবে।  আমরা সমিতির পক্ষ থেকে তাঁর কমিউনিটি লাইব্রেরীর উত্তরোত্তর সাফলতা কামনা করছি। এক সঙ্গে এত বই এক বারে পেয়ে জসিম উদ্দীন আনন্দে আত্মহারা হয়ে বলেন, বলার ভাষা হারিয়ে ফেলেছি, আমি অনেক-অনেক কৃতজ্ঞ সেই মহান মানুষ জনাব আব্দুর রউফ সাহেবের কাছে! যিনি মহামূল্যবান ১০০ কপি বই লাইব্রেরীকে উপহার দিলেন। আমি আরো কৃতজ্ঞ খোকসা উপজেলা কল্যাণ সমিতির কাছে এবং তাঁরা আমার এ লাইব্রেরী আরো অনেক দূর এগিয়ে নিবেন, এই প্রত্যাশা করি।

LEAVE A REPLY