দৌলতপুরে ওয়ালটন ফ্রিজ ক্রয় করে ফ্যান ফ্রি পেলেন ক্রেতা

0
93

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার উপজেলা বাজারে অবস্হিত কোম্পানির নিজস্ব শোরুম ওয়ালটন প্লাজার অন্যতম ডিসট্রিবিউটর মেসার্স জাকির এন্টারপ্রাইজ থেকে ফিলিনগর গ্রামের মৃত রাজিত সর্দারের ছেলে রবিউল ইসলাম একটি ওয়ালটন ১২ সেফ্টি ফ্রিজ ক্রয় করলে ওয়ালটনের বর্তমান ডিজিটাল ক্যাম্পেইন মেগা অফারে একটি ওয়াল ফ্যান ফ্রি পেয়েছেন। এ বিষয়ে ক্রেতা রবিউল ইসলাম জানান,আমি শুনেছি ওয়ালটন ফ্রিজ ভাল তাই ওয়ালটন ফ্রিজ ক্রয় করেছি এবং একটি ফ্যান ফ্রি পেয়েছি, আমি খুব আনন্দিত। বৃহস্পতিবার দুপুরে ওয়ালটন প্লাজা দৌলতপুর শাখার ম্যানেজার মোঃ সোহেল রানা,মেসার্স জাকির এন্টারপ্রাইজের মালিক জাকির আহমেদ ও প্লাজার বিক্রয় কর্মকর্তা আসাদুল্লাহ্, সুমন, কমল, শিপন এর উপস্থিতিতে প্লাজা ম্যানেজার মোঃ সোহেল রানা রবিউল ইসলামের হাতে ওয়াল ফ্যান তুলে দেন। এ বিষয়ে ম্যানেজার সোহেল রানা জানান বর্তমান ডিজিটাল ক্যাম্পেইন অফারে ফ্রিজ,টিভি,এসি এবং ফ্যান কিনলেই একজন ক্রেতা পেতে পারেন নতুন গাড়ি, মোটর সাইকেল,ফ্রিজ,টিভি ও অসংখ্য পণ্যসহ ৫০,০০০/= টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। এছাড়াও তিনি আরো জানান এই মেগা অফারের ফলে ক্রেতা সাধারণের মধ্যে অধিক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ফলশ্রুতিতে আগামি ঈদে ওয়ালটন ফ্রিজসহ অন্যান্য পণ্যের বিক্রয় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে, পাশাপাশি দেশীয় পন্য ব্যবহার করার জন্য তিনি সকলকে উদ্বুব্ধ করার আহ্বান জানায়।

LEAVE A REPLY