দৌলতপুরে ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যুঃলক্ষ টাকার বিনিময়ে দফা রফা

0
434

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ভুল চিকিৎসায় ঝুনুয়ারা খাতুন (৩০) নামে এক প্রসুতির মৃত্যু হয়েছে।এ ঘটনা ধামা চাপা দিতে লক্ষ টাকার বিনিময়ে দফা রফা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গত মঙ্গলবার ভোর ৫ টার দিকে উপজেলার ডাংমড়কা বাজারে অনুমোদনহীন বেসরকারী ক্লিনিক আরোগ্য নিকেতনে প্রসুতি মৃত্যুর এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায় , প্রাগপুর ইউনিয়নের মাদাপুর গ্রামের সাহাজুল ইসলামের স্ত্রী প্রসব ব্যাথা নিয়ে সোমবার বিকেলে আরোগ্য নিকেতনে ভর্তি হয়। বিকেল ৪টার দিকে ওই ক্লিনিকের ডাক্তার সাজ্জাদ হোসেন সিজার অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব করানোর সময় প্রসুতির রক্তক্ষরন হতে থাকে। রক্তক্ষরন বন্ধ না হওয়ায় ভোর রাতে আবারও দ্বিতীয়বার অপারেশন করলে প্রসুতি অপারেশন টেবিলেই মারা যায়। অবস্থা বেগতিক দেখে ডাক্তার সাজ্জাদ হোসেন তড়িঘড়ি করে প্রসুতি ঝুনুয়ারা খাতুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে নিজে ক্লিনিক থেকে গা ঢাকা দেয়। ডাক্তার সাজ্জাদ হোসেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে। এদিকে নিহত প্রসুতির ভুল চিকিৎসায় প্রসুতি মৃত্যুর ঘটনা টাকার বিনিময়ে দফা রফা হলে এলাকায় সাধারন মানুষের মাঝে চরম খোব সৃষ্টি হয়।এব্যাপারে ডাক্তার সাজ্জাদ হোসেনের সাথে যোগাযোগ জন্য তার মোবাইলে ফোন করলে তা বন্ধ পেলে তার বাবার মোবাইলে ফোন করলে একটা মেয়ে ফোনটা রিসিভ করে। তাকে সাংবাদিক পরিচয় দিলে তিনি বলেন বিষয়টা তো সমাধান হয়েগেছে।

LEAVE A REPLY