জামিরুল ইসলাম চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর ব্রীজ মোড় জামালের মিলের সামনে নতুন করে মাছের আড়ৎ উদ্বোধন করা হয়েছে। প্রথম দিনেই এলাকার শ শ মৎস্যজীবি চাষি ও ফড়িয়ারা স্বতঃস্ফূর্তভাবে মাছ ক্রয় বিক্রয় করেছে।এখানে প্রতিদিন সকাল ১১ টা থেকে ৩ টা পর্যন্ত মাস ক্রয় বিক্রয় করা হবে। ৩০ শে অক্টোবর রবিবার সকাল ১১ টার দিকে মেসার্স সেভেন ষ্টার ট্রেডার্স মাছের আড়ৎ উদ্বোধন করেন আলমডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র ১ সদর উদ্দিন ভোলা। আনসার আলী মন্ডলের সভাপতিত্বে ও সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি ছিলেন ভুট্টো মিয়া,কুদ্দুস মিয়া,নিজাম উদ্দিন,মনোয়ার হোসেন,আ: হান্নান,সফর মিয়া,আব্দার আলি,বাদল, ভুইয়া,মোস্তফা,মারফুল,শরিফুল,আ: রাজ্জাক,হাশেম,মজনু ফকির,ইসকেন আলি,ডা: ডাবু,আনারুল,রবিউল,কফিলউদ্দিন, রবজেল মন্ডল,রফিক,রেজাউল,মিন্টু,জুলহাস,কেরামত,বাবলু।
ছবি: মাছের আড়ৎ উদ্বোধন