মিরপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

0
314
হাফিজুল ইসলাম : কুষ্টিয়ায় মিরপুরে  সড়ক দূর্ঘটনায় যুবক নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধা ৬ টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের সদরপুর মাদরাসা বাজার নামক স্থানে মোটর সাইকেল আরোহী আব্দুল্লাহ আল মামুন (৪৫) মেহেরপুরগামী একটি পিকআপের সাথে উক্ত স্থানে ধাক্কা লেগে রোডের উপর পড়ে যায়। এসময় কুষ্টিয়াগামী অপর একটি সবজি বোঝায় ট্রাক মামুনকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যায়। নিহত মামুন উক্ত এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
আমলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাবলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুঘর্টনাস্থল থেকে একটি ট্রাক আটক করে ক্যাম্পে আনা হয়েছে।
মামুনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার শোকাহত মানুষ তাকে শেষবারের মতো দেখার জন্য তার নিজ বাসভবনে ভীড় করে।
তার এ অকাল মৃত্যুতে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সহ-সভাপতি কাঞ্চন কুমার, সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রিমন, ডেইলী ট্রাইবুনাল পত্রিকার মিরপুর প্রতিনিধি হাফিজুল ইসলাম,আমলা প্রেসক্লাবের সভাপতি সালিম খাঁন, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া মাসুম, জাহিদ হাসানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

LEAVE A REPLY