মিরপুরে তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা শুরু

0
147

হাফিজুল ইসলামঃ কুষ্টিয়ার মিরপুরে তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা শুরু। এবারের প্রতিপাদ্য বিষয় ‘উন্নয়নের জন্য গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র’। এ উলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মেলার উদ্বোধন করেন, উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শন করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন বলেন, সকল সরকারি, আধাসরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে মেলায় আগত লোকদের সামনে তাদের নিজ নিজ সংস্থার সফলগাঁথা তুলে ধরা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলা গড়ে তোলার লক্ষে ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণের ঘোষণার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এই ১০টি বিশেষ উদ্যোগ হচ্ছে- ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন কর্মসূচি, সকলের জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, বিনিয়োগ উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ।
তিনি আরো বলেন, তিন দিনব্যাপী মেলায় থাকবে আলোচনা সভা, তাছাড়া সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও দেশের মুক্তিযুদ্ধ ও আর্থ-সামাজিক উন্নয়নের নানা দিক তুলে ধরা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, পৌর মেয়র এনামুল হক, সহকারী কমিশনার (ভূমি) সুবর্ণা রানী সাহা, শারমিন আক্তার নাসরিন, উপজেলা উপজেলা পষিদের ভাইস-চেয়ারম্যান বাহাদুর শেখ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোপেস চন্দ্র সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার নজরুল করিম, প্রেস ক্লাব সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাইয়ুম খানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY