আলমডাঙ্গা থানা পুলিশের ঝটিকা অভিযানে বিভিন্ন মামলার ১৩ জন আসামি আটক

0
278

জামিরুল ইসলাম,চুয়াডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে বিভিন্ন মামলার ১৩ জন আসামিকে গ্রেফতার করে। জানাযায়, গতকাল আলমডাঙ্গা থানার এসআই জাহের, এসআই সাজ্জাদ, এসআই পিয়ার আলী, এসআই শাখাওয়াত, এসআই জায়ের, এএসআই হুমায়ূন, এএসআই জুপিটার সঙ্গীয় ফোর্সসহ জেহালার মাদারহুদা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুজন (৩২), একই এলাকা থেকে মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের ফজলুল হকের ছেলে কাশেম ওরফে মেজর (৩৫), স্টেশনপাড়া থেকে রেজাউলের ছেলে রবিউল, গোবিন্দপুর গ্রামের আক্কাচের ছেলে মুরাদ, নওদাপাড়া শ্রীরামপুর গ্রামের মৃত রশীদের ছেলে রাজু, ঘোষবিলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জসিম উদ্দিন, হারদী গ্রামের মৃত মনোয়ারের ছেলে নাসির উদ্দিন, কুষ্টিয়া মিরপুরের ঝুটিয়াডাঙ্গা গ্রামের ইয়াছিনের ছেলে সেলিম, হাটুভাঙ্গা গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে কাশেম, একই গ্রামের কাশেমের ছেলে নাজমুল হক উজ্জ্বল, কাশেমের স্ত্রী নিমরি খাতুন, মধুপুর দক্ষিণপাড়ার মৃত মকছেদের ছেলে ইমান সর্দার, ইমান সর্দাদের স্ত্রী নিহারণ নেছা (৪০) কে গ্রেফতার করে সংশ্লিষ্ট মামলায় গতকালই চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY