নিখিল বিশ্বাস খোকসা প্রতিনিধিঃ অদ্য ২৭/০১/২০১৭ ইং তারিখে আমাবস্যা পূন্য তিথীতে মহিষ ও জোড়া পাঠা বলী মধ্য দিয়ে খোকসা ঐতিহ্যবাহী কালী পূজা মেলা শুরু করা হয়। এ মেলা তে বিভিন্ন দেশ বিদেশ থেকে আশা ভক্ত বিন্দুরা তাদের মনের আশা পূন্য করার লক্ষে কালী মায়ের উদ্দেশ্য বিভিন্ন রকমের মানসা দিয়ে থাকেন।এবং এ পূজা উপলক্ষে প্রতি বছরের মত অনেক বড় মেলা বসে।এ মেলায় বিভিন্ন কচ্ছমেটিক দোকান সহ সার্কাস,পুতুল নাচ, সাংস্কৃতি অঙ্গনে পরিপূর্ন থাকে।