জামিরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: গতকাল সকাল ১০ টায় আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আজিজুল হক সোমা, রুহুল আমীন, ময়নাল হোসেন, সোনা উল্লাহ, বিস্কুট, সহকারি প্রধান শিক্ষক শাহিবুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সামসুল হুদার পরিচালনায়া বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মসলেম উদ্দিন, আমিরুল ইসলাম, ফারুক হোসেন, তানজিয়া খাতুন, ভারতী রানী বিশ^াস, সমাজকর্মী আমান উল্লাহ হক ওল্টু, ডাঃ রফিকুল ইসলাম, জমসেদ আলী, আবুল হাশেম। মানপত্র পাঠ করেন ১০ম শ্রেণির ছাত্রী আছিয়া খাতুন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে শারমিন আক্তার ঐশি। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।