হাফিজুল ইসলাম,(কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে সড়ক দূর্ঘটনায় পলাশ শাহ (২২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত পলাশ শাহ পৌরসভার ৬নং ওয়ার্ডের পরেশ শাহ’র ছেলে। এঘটনায় তার সহযোগী সুজিত (২৪) নামে ১জন আহত হয়। বুধবার বিকেল ৫টার দিকে মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওদাপাড়া ব্রীজ সংলগ্ন স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পলাশ শাহ ও তার সহযোগি সুজিত ব্যবসার কাজে মোটর সাইকেলযোগে মিরপুর থেকে নিমতলা বাজারে যাওয়ার পথে নওদা পাড়া ব্রিজের নিকট একটি বালি বোঝায় মেহেরপুরগামী ট্রাককে ওভারট্রেক করতে গেলে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের সামনে পড়ে গেলে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই পলাশ শাহ নিহত হয় এবং তার সহযোগি সুজিত আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা আহত সুজিতকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।