পাঁচবিবিতে বাল্য বিবাহের অপরাধে ৩ জনের জেল

0
827

সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বাল্য বিবাহের আয়োজন করায় মেয়ের বাবা ভাইসহ ০৩ জনের ০১ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি বুধবার উপজেলার ধরঞ্জী ইউনিয়নেরর ধরঞ্জী গ্রামে ঘটেছে। জানা যায়, উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী গ্রামের শ্রী তরনীকান্ত তার স্কুল পড়ুয়া মেয়ে নবম শ্রেণির ছাত্রী ববিতা (১৫) বিবাহের আয়োজন করেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার নুর উদ্দিন আল ফারুক অবগত হয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় মেয়ের বাবা শ্রী তরনীকান্ত, ভাই শ্রী আপোস চন্দ্র ও সালুয়া গ্রামের ঘটক শ্রী সুকুমার কে আটক করে নিয়ে যান। পরে ঐ রাতেই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিটেষ্ট নুর উদ্দিন আল ফারুক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের কারা দন্ড প্রদান করেন। আটককৃতদের বৃহস্পতিবার সকালে জেল হাজতে প্রেরন করেন।

LEAVE A REPLY