নুরুন্নবী বাবু : গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল কুষ্টিয়া ত্রিমোহিনী এলাকায় অভিযান চালিয়ে করে মিলন খাঁ(২৫), পিতা-মৃত ইসমাঈল খাঁ, সাং-চারুলিয়া, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াকে ১০ বোতল ফেনসিডিল, ফেনসিডিল বিক্রয়ের নগদ ১,০৮৬/- টাকা, ০২ টি মোবাইল সেট ও হৃদয় কুমার শর্মা(২০), পিতা-শ্রী নব কুমার শর্মা, সাং-বারখাদা মিস্ত্রীপাড়া, থানা ও জেলা-কুষ্টিয়াকে ১৯ বোতল ফেনসিডিলসহ আটক করে। ধৃত মিলন খাঁ ও হৃদয় কুমার শর্মা দীর্ঘদিন যাবৎ আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলের অবৈধভাবে ব্যবসা করছিল। উদ্ধারকৃত আলামত ও আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় পৃথক মামলা দায়ের পূর্বক হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
















