হাফিজুল ইসলাম: “দুর্নীতি হলে শেষ নিজে বাঁচবো, বাঁচবে দেশ’এই প্রতিপাদ্য নিয়ে বর্নাঢ্য শোভাযিাত্রা ও আলোচনা,চিত্রাংকন প্রতিযোগীতা, মানব বন্ধনের মধ্য দিয়ে কুষ্টিয়ার মিরপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭ পালিত হয়েছে। শনিবার উপজেলা চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। প্রধান অতিথি হিসাবে শোভাযাত্রার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। পরে উপজেলা মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যেবক্তব্য রাখেন, দুদক এর উপ-পরিচালক আব্দুল গাফ্ফার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দীন খান, বীর মুক্তিযোদ্ধা গেরিলা নজরুল ইসলাম, উপজেলা জাসদ সভাপতি মহাম্মদ শরিফ,উপজেলা সন্তান কমান্ডের সভাপতি আব্দুলা আল মতিন লোটাস, মিরপুর মাহামুদা চৌধুরী কলেজের অধ্যক্ষ শফিউল আলম সান্টু, লাইব্রিয়ান আব্দুল মজিদ প্রমুখ । অনুষ্ঠানের শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী ১ম,২য়, ৩য় শিক্ষার্থীর মাঝে পুরুস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মুজাহিদ হোসেন মিঠু।
















