দৌলতপুরে প্রাগপুর ইউপির ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষনা

0
630

রনি অাহমেদঃ ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা করা হয়েছে।বুধবার দুপুর ২ টার দিকে ইউনিয়ন পরিষদের নিজ কার্য্যালয়ে চেয়ারম্যান অাশরাফুজ্জামান মু্কুল এ বাজেট ঘোষনা করেন। এসময় প্রাগপুর ইউ,পির সকল ইউ,পি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাশরাফুজ্জামান মুকুল সরকার পরিষদের সম্ভাব্য আয় ও ব্যায়ের খাত সমূহ ইউপি বাসীর মধ্যে তুলে ধরেন। প্রাগপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন খাত থেকে সম্ভাব্য ৯১ লক্ষ ৬২ হাজার ৯ শত ৮৫ টাকার বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান অাশরাফুজ্জামান মুকুল সরকার। এদিকে ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট ঘোষনাকে সাধুবাদ জানিয়েছেন প্রাগপুর বাসী। সে সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাশরাফুজ্জামান মুকুল সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকার যোগাযোগ ব্যবস্থা, পানি নিষ্কাশন, শিক্ষা কর্মসূচী, মানব সম্পদ উন্নয়নসহ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে বলে দাবি প্রাগপুর ইউপি বাসীর। একই সাথে প্রাগপুর  ইউপি বাসীর মাঝে স্বচ্ছ ভাবে আয় ও ব্যায়ের হিসেব প্রকাশ্যে তুলে ধরায় ইউপি বাসীর পক্ষ থেকে সাধুবাদ জানিয়েছে চেয়ারম্যান অাশরাফুজ্জামান মুকুল সরকারকে।

LEAVE A REPLY