সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বড় মানিক বালিকা দাখিল মাদ্রাসা ৩৩ বছরেও এমপিও ভুক্ত না হওয়ায় মানবেতর জীবন যাপন করছে শিক্ষক কর্মচারীরা। নারী শিক্ষার প্রসারে এলাকার দানশীল ও শিক্ষানুরাগী ব্যক্তি বর্গের সহযোগীতায় ১৯৮৪ সালে প্রতিষ্ঠানটি গরে ওঠে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৭০ লাখ টাকা ব্যয়ে ২০১৪ সালে একটি ভবন নির্মান করে। ২০০১ সালে প্রতিষ্ঠানটি একাডেমিক স্বীকৃতি পায়। ১৯ বছর ধরে দাখিল পরীক্ষা দিয়ে আসছে শিক্ষার্থীরা। শিক্ষার মান ও ফলাফল ভাল। সকল শর্ত পূরণ করার পরও এমপিও না হওয়ায় শিক্ষক কর্মচারীরা হতাশায় ভুগছে। দীর্ঘ দিন বিনা বেতনে চাকরি করে ধৈর্য্য হারিয়ে ৩ জন সুপার ৪ জন শিক্ষক ও ১ জন কর্মচারী এই প্রতিষ্ঠান ছেড়ে চলে গেছেন। কয়েক জন শিক্ষকের চাকরি শেষের পথে। তবুও তারা আশায় বুক বেঁধে আছে হয়তো একদিন এমপিও হবে।