দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় দৌলতপুরের জামালপুর সীমান্তে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ১৫২/৭(এস) সীমান্ত পিলার সংলগ্ন জামালপুর সীমান্তের বাংলাদেশী ভূ-খন্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার ৪৩ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের অধিনায়ক সাব-ইন্সপেক্টর কেপি সিং। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর বিজিবি কোম্পানীর অধিনায়ক সুবেদার রফিক। এসময় মহিষকুন্ডি বিজিবি কোম্পানীর অধিনায়ক সুবেদার আশরাফ উপস্থিত ছিলেন। সাড়ে ১১ টা পর্যন্ত চলা পতাকা বৈঠকে চোরাচালান নিরোধ, অবৈধ অনুপ্রবেশ ও উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত বৈঠকের বিষয়সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পতাকা বৈঠক চলাকালে উভয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।