সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে পৌর এলাকায় প্রায় ৯ টি কিন্ডার গার্টেন স্কুলের মধ্যে পপুলার কিন্ডার গার্টেন এন্ড স্কুল “প্রাথমিক সমাপনি পরিক্ষা-২০১৭” শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছে। মোট পরিক্ষার্থী ১৭ জনের মধ্যে ১৩ জন জিপিএ-৫ এবং অবশিষ্ট ৪ জন এ গ্রেডে পাশ করে। অধ্যক্ষ আবুল কালাম চৌধুরী তার স্কুলের ছাত্র ছাত্রীদের সাফল্যে আনন্দ চিত্তে বলেন,ভবিষ্যতেও এ ধরনের রেজাল্টের ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে। উল্লেখ্য,পাঁচবিবির অন্যান্য কিন্ডার গার্টেন স্কুল গুলোর মধ্যে ড্রিমল্যান্ড কিন্ডার গার্টেন স্কুল থেকে ৩১ জন পরিক্ষায় অংশ নিয়ে ১৬ জন পাশ করে।
















