দৌলতপুর প্রতিনিধি: বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্ট্যাটাস থেকে মধ্যম আয়ের রাষ্ট্রের তালিকায় উত্তরণ উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৮০ নং গরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ সকাল ০৯ টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মসূচির অংশ হিসেবে ৮০ নং গরুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রার পর আলোচনা সভায় প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশ অতি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্বে জাতিসংঘ ঘোষিত এলডিসি রাষ্টের তালিকা হতে মধ্যম আয়ের রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্তির জন্য এতদউদ্দেশ্যে প্রণীত নির্ণায়কের সূচকসমূহের নূন্যতম শর্ত পূরণ করার অবিস্মরণীয় গৌরব অর্জন করেছে। এই উপলক্ষে আজকের এই কর্মসূচি আনন্দ শোভাযাত্রা ও আলোচনা শভা। এ গৌরব আমাদের সকলের এবং তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে প্রাথমিক শিক্ষার উন্নয়ন হিসেবে প্রাক প্রাথমিক চালু, ভৌত কাঠমোর উন্নয়ন, শিক্ষক নিয়োগ,ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান সহ বিভিন্ন উন্নয়ের কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম,রেজা হাবীব,আঃ মোতালেব,ফজলুল হক,মনোয়ারা খাতুন,নাসরিন হাবিবা সহ ম্যানেজিং কমিটির সদস্য এবং অভিভাবক বৃন্দ।

















