বিনোদন ডেস্ক ॥ বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী রুমি ইসলাম। মিডিয়া জগতে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মাঝে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রুমি ইসলাম বলেন, অভিনয় জীবনের শুরু থেকেই আমি দেখে-শুনে কাজ করছি। আমার কাজ মূলত দর্শকদের জন্য। সেই কারণেই দর্শকদের কাছে শুরু থেকেই নতুন নতুন চরিত্রের মধ্য দিয়ে আমাকে উপস্থাপন করছি। নতুন বছরেও ভালো কাজের মধ্য দিয়ে এগিয়ে থাকতে চাই।
তিনি বলেন, আমি কাজের সংখ্যা বাড়ানোতে বিশ্বাসী নয়। অল্পসংখ্যক কাজ দিয়েও সারা বছর দর্শকদের মনে থাকা যায় বলে আমি মনে করি। আমার সফলতার ধারাবাহিকতা আমি সব সময় ধরে রাখার চেষ্টা করবো।
রুমি ইসলাম আরো বলেন, মিডিয়া জগতে আমার ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। এখনো আমি একটু একটু করে অভিনয় শিখছি। আমি একজন নিখুঁত অভিনেত্রী হয়ে দর্শকদের মধ্যে জায়গা তৈরি করে নিতে চাই।
রুমি ইসলাম মডেলিং মধ্যে দিয়ে তার মিডিয়ায় যাত্রা শুরু করেন, সেই ধারাবাহিকতায় নিয়মিত কাজ করে যাচ্ছেন । তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে- শর্ট ফিল্ম সপ্ন লোক, লাইক ভারসে্স কমেন্টস, বিপরীত স্রোতের নাবিক, টেন্ডারবাজি। এছাড়া নতুন এক ধারাবাহিক নাটক “চোখের কাজল” কাজ করছেন তিনি। নাটক ছাড়া “চম্পাবতী” নামে একটি আর্ট ফিল্মে কাজ করেন রুমি।

















