কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা তাঁতীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আসাদুর রহমান মিটুলকে আহবায়ক এবং হাজী হারুনার রশীদকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটি ২০১৮ অনুমোদন করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় তাঁতীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শওকত আলী ও সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ এই অনুমোদন দেন।
শহীদুল ইসলাম ও আনিসুর রহমান আনিসকে
যুগ্ম আহবায়ক করা হয়।
এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলো শেখ খালেদ বিন নাসির তুষার, সন্ধ্যা রানী রাজবংশী, দিল মো: মুন্সী, সিরাজুল ইসলাম সিরাজ, নাজিম উজ্জামান নাজিম, শাকিলুর রহমান রাসেল, বিপুল হোসেন, মাজেদুল আলম পলাশ, আনোয়ার হোসেন মঞ্জু, মশিউর রহমান হান্নান, মঞ্জুরা খাতুন, আব্দুল বারী, আবুি জাফর, মনিরুজ্জামান পান্না, শামিম খান, আশরাফ মুন্সী, আজমল হক, নজরুল ইসলাম বাবু, গোলাম হোসেন, আবুল কাশেম তুরন, আসাদুজ্জামান, ডা: রিপন, আইয়ুব আলী মেম্বার, শামীম মন্ডল, সাদ্দাম হোসেন, উরকা খাতুন, অধ্যাপিকা রেবেকা সুলতানা, নুৃর ইসলাম, সাইদুজ্জামান বাবুল, কাজী সোয়েব ও শরীফুল ইসলাম।
কুষ্টিয়া জেলা তাঁতীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন পাওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কুষ্টিয়ার উন্নয়নের রুপকার জননেতা মাহবুব উল আলম হানিফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আহবায়ক আসাদুর রহমান মিটুল জানান, বঙ্গবন্ধুর হাতে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই তাতীলীগ সংগঠনটির নব উদ্যোমে কাজ শুরু করা হবে। আগামী নির্বাচনের আগে প্রত্যেক পাড়া মহল্লায় হানিফ এমপির উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরতে হবে উল্লেখ করে তিনি জানান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামীলীগের পতাকাতলে সকলকে একত্রিত হয়ে মাহবুবউল আলম হানিফ এমপির হাতকে শক্তিশালী করতে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।
















