দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমানকে দৌলতপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ বিদায় সম্বর্ধনা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ সম্বর্ধনা দেওয়া হয়। দৌলতপুর প্রেসক্লাবের আহ্বায়ক এ্যাড. এমজি মাহমুদ মন্টুর সভাপতিত্বে সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন সম্বর্ধিত প্রধান অতিথি দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম ও দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইদুর রহমান। সম্বর্ধিত প্রধান অতিথি দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান বলেন, দীর্ঘ প্রায় ৩ বছর দৌলতপুরে দায়িত্ব পালন করতে গিয়ে সঠিকভাবে সে দায়িত্ব কতটুকু পালন করেছি তার বিচারের ভার দৌলতপুর বাসীর। তবে আমি আমার স্থান থেকে সততা, ন্যায় ও নিষ্ঠার সাথে কর্তব্য পালন করার চেষ্টা করেছি। তিনি সাংবাদিকদের জাতির বিবেক উল্লেখ করে বলেন, আপনারা সমাজের দর্পন, আপনাদের লেখুনি অথবা আপনাদের পরামর্শ আমাকে দায়িত্ব পালনে অনেক সহায়তা করেছে। শেষে তিনি তাঁর ও পরিবারের জন্য উপস্থিত সকল সাংবাদিকদের কাছে দোয়া কামনা করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর প্রেসক্লাবের আহ্বায়ক এ্যাড. এমজি মাহমুদ মন্টু। বক্তব্য রাখেন, খন্দকার জালাল উদ্দিন ও শরীফুল ইসলাম। এসময় দৌলতপুর প্রেসক্লবের প্রবীণ সাংবাদিক এম মামুন রেজা, মোশারফ হোসেন খান, মাহফুজুল আলম, জাহাঙ্গীর আলম, এস আর সেলিম, সাইদুল আনাম, সাইদুর রহমান, এস এম জাহিদ হোসেন, আতিয়ার রহমান এবং আশরাফুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সর্বস্তরের মুক্তিযোদ্ধাগন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমানকে বিদায় সর্ম্বধনা জানান। এসময় দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম, দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইদুর রহমান, দৌলতপুর দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব নজরুল ইসলাম, দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার কামাল হোসেন দবির ও মুক্তিযোদ্ধা ডা. আব্দুস সোবহান উপস্থিত ছিলেন।
এরআগে বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে দৌলতপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলামের নেতৃত্বে শিল্পিবৃন্দ গানে গানে ঘরোয়া পরিসরে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমানকে বিদায় জানান। সেসময় দৌলতপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ, দৌলতপুর শিল্পকলা একাডেমির সদস্য ও শিক্ষার্থীরাসহ আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। শেষে দৌলতপুর শিল্পকলা একাডেমির পক্ষ থেকে শিশু শিক্ষার্থী ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান-এর একমাত্র কন্যা ফারিয়া মলিয়াত ছোয়াকে শুভেচ্ছা উপহার দিয়ে বিদায় জানানো হয়।
উল্লেখ্য, মো. তৌফিকুর রহমান পদোন্নতি পেয়ে মেহেরপুর জেলার এডিসি হিসেবে বদলি হয়েছেন।

















