কু্ষ্টিয়ায় প্রত্যয় যুব সংঘের উদ্যোগে বার্ষিক সাধারন সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত

0
72

রেজা আহাম্মেদ জয় : প্রত্যয় যুব সংঘ কুষ্টিয়ার উদ্যোগে গতকাল শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে বার্ষিক সাধারণ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দেশ বরেণ্য চলচ্চিত্রকার আহম্মেদ শরীফ। সম্মানিত অতিথি ছিলেন শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, বিশিষ্ট লেখক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ওয়াকিল মুজাহিদ, পলিটেকনিক ইনিষ্ট্রিটিউটের ইন্সট্রাক্টর ইমতিয়াজ সুলতান, এনএস রোড দোকান মালিক কল্যাণ সমিতির সহ-সভাপতি আসলাম টিটু মোল্লা। সভাপতিত্ব করেন প্রত্যয় যুব সংঘের সভাপতি এসএম সুমন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শিমূল আহম্মেদ। সভায় প্রধান অতিথির বক্তব্যে অভিনেতা আহম্মেদ শরীফ বলেন, বঙ্গবন্ধু যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বেঁচে থাকবেন। সারাদেশে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করবে বাঙালি। এছাড়াও তিনি বলেন কুষ্টিয়ার উন্নয়নের রূপকার জননেতা মাহবুবউল আলম হানিফকে পুনরায় এমপি নির্বাচিত করে উন্নয়নের ঋণ শোধ করবে কুষ্টিয়া বাসী। সম্মানিত অতিথির বক্তব্যে আতাউর রহমান আতা বলেন, তরুনরাই ডিজিটাল বাংলাদেশ গড়বে। জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি তরুনদের জন্য মেডিকেল কলেজের পাশে আইটি পার্ক নির্মানের উদ্যোগ গ্রহণ করেছেন। সবশেষে আহম্মেদ শরীফ ও আতাউর রহমান আতাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রত্যয় যুব সংঘ কুষ্টিয়া এর সহ সভাপতি তামজিদ বিশ্বাস তনু, প্রচার সম্পাদক নাব্বির আল নাফিজ। আরও উপস্থিত ছিলেন কু্ষ্টিয়া শহর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডা. আফিল উদ্দিন, সেচ্ছাসেবক লীগ নেতা জহুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সর্দার পাভেল আহম্মেদ প্রমুখ।

LEAVE A REPLY