মিজানুর রহমান নয়ন,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ “মানব সেবায় পথচলা অবিরাম”এই শ্লোগান কে সামনে রেখে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরাম ২০১০ সাল থেকে মানুষের কল্যানে কাজ করে আসছে।
অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ অসহায় ও গরীব মানুষের মাঝে ঢেউটিন বিতরন,শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন,গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও উপবৃত্তি প্রদান,বিনামূল্যে শিক্ষা শিবির ক্যাম্প,গরীব শিক্ষার্থীদের ফরম পুরোনের টাকা,পিপাসা ও ব্যবহারের জন্য সুপ্রিয় পানি পানের টিউবওয়েল সহ প্রভৃতি সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে আসছে ইয়থ ডেভলপমেন্ট ফোরাম এই সংগঠনের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ।
ইয়থ ডেভলপমেন্ট ফোরামের সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এবং সামাজিক যোগাযোগের দ্রুততম মাধ্যম ফেজবুকের কল্যাণে কুষ্টিয়া কুমারখালী উপজেলার যদুবয়রা ও চাঁদুপর ইউনিয়নে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করেছে।
শুক্রবার সকালে যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামে অবস্থিত সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক এম এ ওহাব এর বাড়িতে সুপ্রিয় পানির একটি টিউবওয়েল স্থাপন করেন।
এর আগে বর্জপাতে অগ্নি দুর্ঘটনায় ভস্মিভূত যদুবয়রা পুলিশ ক্যাম্প সংলগ্ন আলম শেখ এর বাড়িতে গিয়ে পুনরায় বাড়ি নির্মাণের জন্য এক বাঁধ ডেউটিন বিতরন করেন।
জানা যায়,সামাজিক যোগাযোগের দ্রুততম মাধ্যম ফেজবুকে সাংবাদিক এম এ ওহাব সুপ্রিয় পানির জন্য একটি মানবিক পোষ্ট এবং মিজানুর রহমান নয়ন ফেজবুক আইডি থেকে বর্জপাতে অগ্নিসংযোগ শিরোনামে আরও একটি পোষ্ট প্রকাশিত হয়।
বিষয়টি ইয়থ ডেভলপমেন্ট ফোরামের কর্তৃপক্ষের নজরে আসে এবং ফলপ্রসুত শুক্রবার সকালে ওহাবের বাড়িতে টিউবওয়েল স্থাপন ও আলমের বাড়িতে টিন বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান মোঃ আশিকুল ইসলাম চপল,সাধারন সম্পাদক লোকমান হোসেন অপু,সদস্য রিয়াজ হাসান ও সারফুজ্জামান,যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন,যদুবয়রা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর সাত্তার,সাংবাদিক মাহমুদ শরীফ,এম এ মুনিম তুহিন,মাহমুদ হাসান,হায়দার আলী সহ প্রমুখ।
এর আগে উপজেলার চাঁদুপর ইউনিয়নে অগ্নি দুর্ঘটনার স্বীকার জাতীয় ইউনিভার্সিটির ছাত্র মেহেদী হাসান কে বই কেনার অর্থ ও গফুর শেখ কে এক বাঁধ টেউটিন বিতরন করেন।
জানা যায়,২০১০ সালে প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছায় সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের যাত্রা শুরু হাটি হাটি করে বর্তমানে সদস্যের সংখ্যা প্রায় পাঁচ শতাধিক।সদস্যদের ব্যক্তিগত অর্থ যোগানের মাধ্যমে সংগঠনটি মানুষের কল্যানে কাজ করে আসছে বলে জানান সংগঠনের চেয়ারম্যান মোঃ আশিকুল ইসলাম চপল।
















