সিপিডির প্রতিবেদন গ্রহণযোগ্য নয়: তথ্যমন্ত্রী

0
5

সরকারের ১০০ দিন নিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রতিবেদন গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সমস্ত পৃথিবী শেখ হাসিনার সরকারের অগ্রগতির প্রশংসা করলেও সিপিডি তা করতে পারল না। গত ১০০ দিনের পূর্ণতা নিয়ে সিপিডি যে প্রতিবেদন দিয়েছে তা গ্রহণযোগ্য নয়।  

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম-নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নত হয়েছে। আগে মাথা পিছু আয় ছিল ৬০০ ডলার যা বর্তমানে ২০০০ ডলার হয়েছে। ক্রয় ক্ষমতা সব মিলিয়ে ২.৪ গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু গত ১০ বছর ধরে বাজেটের আগে না হয় বাজেটের পরে অথবা মধ্যবর্তী সময়ে সিপিডি দোষই খুঁজে বেড়াচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন দাঁড়ায় তাহলে সিপিডির কাজ কি শুধু দোষই খুঁজে বেড়ানো।

বিএনপি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, গত নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে। এখন যে তারা শপথ না নেওয়ার কথা বলে গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে অগ্রযাত্রাকে ব্যাহত করার পরিকল্পনা করছে। গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, বরং এটি করে বিএনপি নিজেদের বাধাগ্রস্ত করছে।

শেষে তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেও করে নাই। নির্বাচনে অংশগ্রহণের জন্য যে উদ্যোগ করা প্রয়োজন ছিল তারা তা করে নাই। যদি তারা তা করত এবং নমিনেশন বাণিজ্য না করত তাহলে তারা আরও বেশি আসনে জয় লাভ করতে পারত।

LEAVE A REPLY