দৌলতপুরে লেবারের হাতে পাট ব্যবসায়ী খুন

0
666

রনি অাহমেদ, বিশেষ প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাকিমপুর বাজারে পাটের অাড়তের লেবারের হাতে লালন (২৫)নামের এক পাট ব্যাবসায়ী খুন হয়েছে।
জানাগেছে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার সময় দৌলতপুর সদর ইউ,পির পচামাদিয়া গ্রামের তাছেন অালীর ছেলে লালন হোসেন (২৫) হাকিমপুর বাজারে কামরুলের অাড়োতে পাট নিয়ে অাসে।এরপর হাকিমপুর বাজারের লেবারের সর্দার আঃকুদ্দুর ও তার জামাতা ভাষানসহ ৫/৬ জনের সাথে পাট ওজন  করা নিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে বাটকারা দিয়ে বেধড়ক পিটিয়ে লালন কে অাহত করে।এলাকাবাসী অাহত লালন কে উদ্ধার করে প্রাথমে দৌলতপুর হাসপাতালে এবং পরে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে।পরে চীকিক্ষাধিন অবস্থায় বুধবার সকাল ৭ টার দিকে লালনের মৃত্যু হয় এব্যাপারে দৌলতপুর থানার ওসি মোল্লা  মোঃখবির অাহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান আসামীদের  গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। এবং লালনের লাশ কুষ্টিয়া মর্গে প্রেরণ করা হয়েছে,এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY