আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে গাঁজা ব্যবসায়ী কুদ্দুসের ২ বছর সশ্রম কারাদন্ড

0
258

জামিরুল ইসলাম চুয়াডাঙ্গা প্রতিনিধি:

শনিবার সকালের দিকে আলমডাঙ্গা থানা পুলিশ চরশ্রীরামপুর অভিযান চালিয়ে ২ কেজি গাজা সহ আব্দুল কুদ্দুসকে নিজ বাড়ি থেকে আটক করে।
জানাযায়, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে মাদক বিক্রেতা ও মাদক সেবী আব্দুল কুদ্দুস(৩৩)দীর্ঘ দিন ধরে গাজা সেবন ও বিক্রয় করে আসছে। গতকাল এসআই মহাব্বত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে আব্দুল কুদ্দুসের বাড়ি থেকে ২ কেজি গাঁজাসহ আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান আলমডাঙ্গা চন্দনা হোটেলের পাশে ভ্রাম্যমাণ পরিচালনা করে আব্দুল কুদ্দুসকে ৫ শ টাকা জরিমানা আদায় ও ২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। গতকালই তাকে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ছবি: কুদ্দুস

LEAVE A REPLY