রনি অাহমেদ,বিশেষ সংবাদদাতাঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের উদ্দোগে বাংলাদেশ আওয়ামীলীগের মহাসচিব সেতু মন্ত্রী ওবাইদুল কাদের এর কুষ্টিয়া আগমণ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে, এলাকার ১০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগদানের প্রতিশ্রুতি প্রকাশ করেছে।
১৩ নভেম্বর বিকেলে সংসদ সদস্য আলহাজ¦ মোঃ রেজাউল হক চৌধূরীর বাসভবন চত্বরে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ¦ মোঃ রেজাউল হক চৌধূরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার দবির উদ্দীন কামাল, সভাপতিত্ব করেন মথুরাপুর ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীগ নেতা হাসিম উদ্দীন হাসু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদাবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ, অধ্যাপক আমিরুল ইসলাম, পিয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আবু ইউসুফ লালু, প্রাগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম, রেফায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলি, হোগলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাবিবুর রহমান লস্কর, মরিচা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম, প্রাগপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মথুরাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মেম্বর, খলিশাকুন্ডি ই্্্উনিয়ন আওয়ামীলীগ সভাপতি রুহুল আমিন, দৌলতপুর বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডেন্ট আয়েজ উদ্দীন মাষ্টার প্রমূখ। আগামী ১৬ নভেম্বর কুষ্টিয়াতে আওয়ামীলীগের মহাসচিব ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদেরসহ কেন্দ্রীয় ৩৩ জন নেতার আগমণ উপলক্ষে কুষ্টিয়া সমাবেশে যোগ দেওয়ার জন্য এলাকার ১৪ ইউনিয়নের নেতাকর্মীরা প্রস্তুতি সভায় ১০ হাজার নেতা কর্মীর উপস্থিত থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। সভায় এলাকার ১৪ ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।