হাফিজুল ইসলাম, মিরপুর প্রতিনিধি : অবশেষে সকল জল্পনাকল্পনার অবসন ঘটিয়ে কুষ্টিয়া জেলা পরিষদের নির্বাচনে ৬নং ওয়ার্ডের সদস্য হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার। ২৬ নভেম্বর জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬নং ওয়ার্ডের সদস্য পদে মিরপুর উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মনবসম্পদ বিষয়ক সম্পাদক প্রেসক্লাবের সভাপতি দৈনিক সাগরখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দারকে দলীয়ভাবে মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন পাওয়ায় মিরপুর উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,পৌর যুবলীগের,উপজেলা শ্রমিক লীগ, মিরপুর নতুন বাজার কমিটি, পুরাতন বাসস্টান্ড বাজার কমিটি, উপজেলা ক্রীড়া সংস্থা,উপজেলা শিল্পকলা একাডেমী এবং প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ অভিনন্দন জ্ঞাপন করেছে।