দৌলতপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে খন্দকার এম. একাডেমীর পুরুস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত

0
174

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলার আল্লারদর্গা হলুদবাড়ীয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে খন্দকার এম.একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃকি প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক শিক্ষা গুরু শ্রী অর্জ্জুন কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন আহাম্মেদ ও প্রাক্তণ প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দীন, সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নূরুজ্জামান মাষ্টার, সভাপতিত্ব করেন খন্দকার এম.একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক খন্দকার মোঃ জালাল উদ্দীন। স্বগত বক্তব্য রাখেন খন্দকার এম.একাডেমীর প্রধান শিক্ষক মোঃ মশিউর রহমান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলানা মেকদাদ হোসেন,মোঃ রেজাউল হক,বিলকিস আক্তার প্রমূখ্। বক্তারা ২৬ মার্চ এর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন এবং শিশুদের স্বাধীনতার ইতিহাস তুলে ধরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ভুমিকা শির্ষক আলোচনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমীর সিনিয়র শিক্ষিকা নাহিদ ফাতেমা রুমা। বক্তব্য শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY