দৌলতপুরে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উদ্যোগে প্রশিক্ষণকর্মশালা অনুষ্ঠিত

0
312

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলানায়তনে ২২ মে সোমবার দুপুরে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উদ্যোগে মাস ব্যাপী গ্রাম ডাক্তার প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অণুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মোঃ সুমন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত টিএইচএ ডাঃ শামসুল আরেফিন সুলভ , বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ জগলুর রহমান (লিটন) বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দৌলতপুর উপজেলা শাখার সেক্রেটারী সাংবাদিক সাইফুল ইসলাম (শাহীন) অত্র সমিতির অন্যতম সদস্য ডাঃ হেলাল উদ্দিন, সেভ দ্যা চিলডেন এর প্রতিনিধি ডাঃ রউফুল আলম, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম। এ প্রশিক্ষণ কর্মশালায় ৩৪টি রোগের উপর ৯৪ জন গ্রাম ডাক্তার প্রশিক্ষণ গ্রহন করেন।

LEAVE A REPLY